মধ্য আমেরিকার দেশ পানামায় বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অভিবাসী বলে জানা গেছে। কলম্বিয়া-পানামা সীমান্ত থেকে গুয়ালাকা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি গভীর খাঁদের মধ্যে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বুধবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো জানানো হয়, এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের ডেভিড শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগের প্রধান ডা. ক্যাথরিন গুয়েরা বলেন, আমরা একটি বিপর্যয়ের মধ্যে রয়েছি। আহতদের অনেকের গুরুতর আঘাত রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো এক টুইটার বার্তায় এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অবৈধ অভিবাসন মোকাবেলায় মানবিক সহায়তা এবং উদার নিয়ম প্রচলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। সরকারি দলগুলো বেঁচে যাওয়াদের সাহায্য করার জন্য কাজ করছে।
আরআই