বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আজ। সন্ধ্যায় শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্স। ক্রিকেট ভক্তরা মুখিয়ে আছেন- কোন দল হবে এবারের চ্যাম্পিয়ন। সিলেটে রয়েছেন চারবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন মাশরাফি। অপরদিকে কুমিল্লাও তিনবারের শিরোপা জয়ী। কোনো দল কারো থেকে পিছিয়ে নেই। মাশরাফির কারিশমায় প্রথমবারের মতো সিলেট শিরোপা ঘরে তুলবে নাকি কুমিল্লা চতুর্থবার শিরোপা জিতবে- সেটা সময়ই বলে দেবে। তার আগে আসুন জেনে নেওয়া যাক কোন দল কত টাকা পাচ্ছে।
এবার অর্থ পুরস্কারের অর্থ দ্বিগুণ বাড়ানো হয়েছে। ২০২২ মৌসুমের বিপিএল চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস পেয়েছিল এক কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। এবার ফাইনালে উঠেই কোটি টাকা নিশ্চিত করেছে কুমিল্লা আর সিলেট। এখন লড়াইটা সেই অঙ্ক দ্বিগুণ করা নিয়ে। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা, রানার্সআপ দল ১ কোটি টাকা।
ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার ১০ লাখ টাকা। সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি দুজনই পাবেন ৫ লাখ টাকা করে। সেরা ফিল্ডারেরও পুরস্কার আছে—তিনি পাবেন ৩ লাখ টাকা।
এবারের বিপিএলে প্রতিটি লিগ ম্যাচেরই ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ১ লাখ টাকা করে পেয়েছেন। দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে সেটি বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ টাকা।
আরআই