একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মাঠের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুজব প্রতিরোদে সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহিদ মিনার নজরদারির আওতায় আনতে হবে। এ সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের প্রধানরা যুক্ত ছিলেন।
এমকে