কম বৃষ্টিপাতের সম্ভাবনা, কালবৈশাখীর আশঙ্কা

০৮ মার্চ ২০২১

চলতি মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে
দুই-একদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ধরনের বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য
এলাকায় দুই-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে
পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ও
রাতের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস
হতে পারে। শেষ দিকে পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ
বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর
আশেপাশের এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে টাঙ্গাইলে, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গার
ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে
শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।রোববার
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা
ছিল তেতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এমকে


মন্তব্য
জেলার খবর