মন্তব্য
সবশেষ ২৮ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সর্বনিম্ন। এ দিনের লেনদেন নেমেছে সাড়ে তিনশ’ কোটি টাকার নীচে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের চিত্র প্রায় একই ধরণের ছিল। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও সিএসইতে সেটা কমেছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৪১টির। বিপরীতে কমেছে ১২২টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১৪৫টির। এসব কোম্পানির ৪ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। সূচকগুলোর মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৬ পয়েন্ট, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়ায়।
এমকে