মার্চেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে সিরিজিকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে সদ্য শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো আসর। বিপিএল শেষ হলেও তাই অবসরের সুযোগ থাকবে না। ইংল্যান্ডের বিপক্ষে লড়তে প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের দলে নতুন চমক এসেছে। দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। এবারের বিপিএলে দুর্দান্ত খেলেছেন তিনি। ১৪১.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন হৃদয়।
তবে বাদ পড়েছেন ভারত সিরিজের ওয়ানডে দলে থাকা ক্রিকেটার ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। নিয়মিত অধিনায়ক হিসেবে ফিরেছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
মার্চের এক তারিখ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১ম ম্যাচে মুখোমুখি হবে দুদল। ৩ মার্চ ২য় ম্যাচ একই ভেন্যুতে। আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ মার্চ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।
বাংলাদেশের ওয়ানডে দল :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।