বিপিএলের ফাইনালে সিলেটকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকালের ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে এবারের বিপিএলের। এবারের অনেক ভালো বোলাররা ভালো করতে পারেনি। তবে নতুন বোলাররা অনেকে ভালো করেছেন। চলুন দেখে আসা যাক এবারের বিপিএলে সেরা ৫ বোলারের তালিকায় কারা আছেন।
১. তানভীর ইসলাম
কুমিল্লার এ বোলার উইকেট শিকারের দিক থেকে সবার ওপরে আছেন। এবারের বিপিএলে ১২ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ইকোনোমি রেট ৬.৩৬। কুমিল্লার চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ বাঁহাতি।
২. হাসান মাহমুদ
তালিকার দুই নম্বরে আছেন হাসান মাহমুদ। তিনিও ১৭টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনোমি রেট তানভীরের চেয়ে বেশি। তার ইকোনোমি রেট ৭ দশমিক ৯৮। হাসান মাহমুদ এবারের বিপিএলে রংপুরের হয়ে খেলেন। রংপুর দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের কাছে ১৯ রানে হেরে বিদায় নেয়।
৩. নাসির হোসেন
তালিকার তিন নম্বরে আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। ৬.৮১ ইকোনমিতে ১২ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। এবারের বিপিএল ব্যাট হাতেও বেশ উজ্জ্বল ছিলেন নাসির।
৪. আজমত উল্লাহ ওমরজাই:
তালিকার চার নম্বরে আছে আফগান বোলার আজমতউল্লাহ ওমরজাই। তিনিও রংপুরের হয়ে খেলেছেন। ৭.১৭ ইকোনমিতে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এই আফগান বোলার। রংপুরের প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৫. রুবেল হোসেন
তালিকার ৫ নম্বরে আছেন সিলেটের পেসার রুবেল হোসেন। ফাইনালে খরুচে রুবেল ৮.৫২ ইকোনমিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। যদিও কম্বিনেশনের মারপ্যাচে বেশকিছু ম্যাচে একাদশেই সুযোগ পাননি রুবেল।