এবারের বিপিএলে দেশী কোনো ক্রিকেটার শতকের দেখা পাননি। তবে রান সংগ্রহের তালিকায় প্রথম ৫ জনই দেশী। চলুন দেখে তাদের নামের তালিকা।
১. নাজমুল হোসেন শান্ত
তালিকার শীর্ষে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নিজের বিরুদ্ধে সমালোচনার উচিত জবাব দিয়েছেন দেশী এ ওপেনার। ১৫টি ম্যাচ খেলে ৫১৬ রান করেছেন তিনি। শান্তর স্ট্রাইকরেট ১১৬ দশমিক ৭৪। যদিও আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। তবে বিপিএলে তিনি নিয়মিত ব্যাট হাতে রান করেছেন, এটাই শান্তর জন্য স্বস্তির বিষয়। তামিম ইকবালকে ছাড়িয়ে এখন বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
২. রনি তালুকদার
তালিকার দুই নম্বরে জায়গা করে নিয়েছেন রনি তালুকদার। ১৩ ম্যাচ খেলে এ ব্যাটার করেছেন ৪২৫ রান। রনির স্ট্রাইকরেট ১২৯.১৭। এবারের আসরে তিনটি ফিফটি রয়েছে তার নামের পাশে।
৩. তৌহিদ হৃদয়
তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন তৌহিদ হৃদয়। চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। কম খেললেও হৃদয়ের স্ট্রাইকরেট ছিল টি-টোয়েন্টির সাথে মানানসই। ১৪১.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে হৃদয় করেছেন ৪০৩ রান। যদিও বিপিএল ফাইনালে ব্যাট হাতে আলো দ্যুতি ছড়াতে পারেননি হৃদয়।
৪. লিটন দাস
তালিকার চারে রাখা যায় লিটন দাসকে। ১৩ ম্যাচে ১২৯.৩৫ স্ট্রাইকরেটে ৩৭৯ রান করেছেন লিটন। চলতি আসরের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও প্লে-অফে নিজের কারিশমা দেখিয়েছেন লিটন। ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল লিটনের।
৫. সাকিব আল হাসান
দলকে ফাইনালে না তুলতে পারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ১৩ ম্যাচে ১৭৪.৪১ স্ট্রাইকরেটে সাকিবের রান ৩৭৫। এলিমিটেরে রংপুরের কাছে ৪ উইকেটে হেরে শেষ হয়ে যায় বরিশালের ফাইনালের যাওয়ার স্বপ্ন।