মন্তব্য
বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা অনুপম খের আত্মজীবনীতে লিখেন, ‘মঞ্চ আমার প্রথম প্রেম, খুব ভালোবাসতাম। সারাক্ষণ অভিনয়ের কথা ভাবতাম। একদিন চণ্ডীগড়ে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়, সেখানে বলা ছিল বিজ্ঞাপনে অভিনয়ের জন্য লোক দরকার। কিন্তু হাতে টাকা নেই। মায়ের থেকে পিকনিকের কথা বলে ১০০ রুপি নিয়ে অডিশন দিতে গেলাম। পরে অবশ্য মা জানতে পেরেও কিছু বলেননি, তিনি মেনে নিয়েছিলেন।’
মাত্র ৩০ রুপি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অনুপম। এখন তিনি কয়েকশ’ কোটি রুপির মালিক। ৬৬ বছর বয়সী এ অভিনেতা বিশ্বাস করেন, যে কখনো হাল ছাড়ে না তাকে হারানো কঠিন। ৪০ বছরের অভিনয় ক্যারিয়ারের এখন পর্যন্ত অভিনয় করেছেন ৫১৫টির বেশি সিনেমায়। ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন এ অভিনেতা। কিন্তু আজও অভিনয় ছাড়া কিছুই ভাবতে পারেন না অনুপম খের।