মন্তব্য
আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র শবে মেরাজ। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন ইসলাম ধর্মালম্বীরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে শবে মেরাজের বিষয়টি জানানো হয়েছে।
ইসলাম ধর্ম অনুযায়ী, মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। মেরাজের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলাহ রাসুলের (সা.) উম্মতের ওপর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেন। এদিকে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শনিবার দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত হবে।
এমকে