নেশাদ্রব্য গাঁজায় টান দিয়ে গাঁজার গুণ মান নির্ণয়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জার্মানির একটি ওষুধ সংস্থা। গাঁজায় টান দেওয়ার জন্য বছরে পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটি প্রদান করবে প্রায় ১ কোটি ২৫ হাজার টাকা। এমন চমকদার বিজ্ঞাপণ দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি জার্মানির ওই ওষুধ সংস্থাটি একটি বিজ্ঞাপণে জানিয়েছে, তারা কর্মী নিয়োগ করবে। গাঁজার ‘টেস্টার’ হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ, গাঁজায় টান দিতে হবে, গন্ধ শুঁকতে হবে এবং অনুভব করতে হবে। গাঁজার গুণমান বোঝার জন্যই কর্মী নিয়োগ করবে তারা।
ওষুধ কোম্পানির সিইও ডেভিড হেন জানান, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, ম্যাসিডোনিয়া, ডেনমার্কের মতো দেশ, যেখানে তাঁরা গাঁজা পাঠান, তার গুণমান নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তার জন্যই এ কর্মী নিয়োগের কথা ভাবা হয়েছে।”
বিশাল বেতনের এ চাকরির জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি। যে কেউ এ কাজের যোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই গাঁজায় আশক্ত হতে হবে। গাঁজা খাওয়ার লাইসেন্স থাকতে হবে। দেশটিতে অবশ্য গাঁজা খাওয়া নিষিদ্ধ নয়।