তার মুখের ওপর কথা বলার সাহস-কলিজা আমার নেই: দীঘি

০৮ মার্চ ২০২১

রোববার একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে ফারদিন দীঘি বলেন, ‘আমরা যখন কোনো ফিল্ম করতে যাই তখন অনেক প্রত্যাশা নিয়ে অনেক বিশ্বাসের সাথে সবার ওপর আস্থা রেখে কাজ করি।’

তিনি বলেন, আমাদের অভিনয় শিল্পীদের কাজ কী? জাস্ট অভিনয়টা করা। আমরা পরিচালকের কথা অনুযায়ী অভিনয়টা করব। আমরা জাস্ট ওখানে একটা পুতুলের মতো থাকি। পরিচালক আমাদের ব্যবহার করবে। আমিও আসলে তাই ছিলাম। আমরা যারা গিয়েছি সবাই আসলে তাই ছিলাম।

দীঘি আরও বলেন, আমরা (সেখানে) গিয়েছি, আমাদের অভিনয় করাবে, আমাদের যা ডিরেকশন দিবে আমরা তাই করব। ওখানে পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝণ্টু। তিনি লিজেন্ডারি পরিচালক। তার মুখের ওপর কথা বলার সাহস-কলিজা কিছুই আমার নেই।


মন্তব্য
জেলার খবর