গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। ধ্বংসস্তুপের নিচে আরো কতজন আটকে আছেন তা কেউ বলতে পারে না। ইতোমধ্যে লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে দেশটি। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।
তুরস্কের ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হয়েছে গায়েবি জানাজা। শুক্রবার জুমার নামাজের পর গায়েবি জানাজায় অংশ নেন দেশটির হাজারও মানুষ। জানা গেছে, ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনায় হেতে, আদিয়ামান, দিয়ারবাকির, আদানাসহ আরও কয়েকটি শহরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ভূমিকম্পে বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মসজিদের সামনের প্রাঙ্গনেই হয় জানাজার নামাজ। কাহরা-মানমারাস শহরে ঝুঁকিপূর্ণ একটি মসজিদ ভবনের সামনে জানাজায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ। উল্লেখ্য, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখনও নিখোঁজ বহু মানুষ। পূর্ণ ধর্মীয় রীতি মেনে সম্ভব হয়নি উদ্ধারকৃত হাজার হাজার লাশের দাফন। বেশিরভাগেরই ঠাঁই হয়েছে গণকবরে।
খবর রয়টার্সের।