মারা গেছেন পণ্ডিত বিজয় কিচলু

১৮ ফেব্রুয়ারী ২০২৩

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আগরা ঘরানার গানের শিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা, কিডনির সমস্যাসহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন এ প্রবীণ শিল্পী।

 

সংগীতে অসামান্য অবদান রাখার জন্য পদ্মশ্রী ছাড়াও সংগীত নাটক একাডেমির স্বীকৃতিসহ অনেক উপাধি ও সম্মানে ভূষিত হয়েছেন পণ্ডিত কিচলু। ভারতের সংগীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তার অবদান অনস্বীকার্য।

 

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রবীন্দ্র সদনে পণ্ডিত কিচলুর মরদেহ রাখা হবে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্ত-অনুরাগীরা। তারপর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, ১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর ভারতের আলমোড়ায় জন্মগ্রহণ করেন এ সংগীতশিল্পী। পণ্ডিত বিজয়কুমার কিচলু ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ইতিহাসে স্নাতকোত্তরের ছাত্র থাকাকালীন শাস্ত্রীয় সংগীতের আগরা ঘরানার গায়ক হিসেবে সুখ্যাতি অর্জন করেন। এরপর ১৯৫৫ সালে ব্রিটিশ শিপিং কোম্পানিতে উচ্চপদে কর্মকর্তা হয়ে কলকাতায় আসেন। অল্প সময়েই পণ্ডিত এ কানন, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো শিল্পীদের সাথে হৃদ্যতা গড়ে ওঠে তার।


মন্তব্য
জেলার খবর