আমেরিকার জনপ্রিয় অভিনেতা ওয়াল্টার ব্রুস উইলিস। বছর খানেক আগেই বিদায় জানিয়েছিলেন অভিনয় জগতকে। দারুণ অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন হাজারো দর্শকের মন। তার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে মুনলাইটিং-এর একের পর এক কমেডি সিরিজগুলো। তবে শুধু কমেডিই নয়, ডাই হার্ড ফ্রাঞ্চাইজি করার পর অ্যাকশন হিরো হিসেবেও দারুণ পরিচিত হন এ অভিনেতা। দুর্দান্ত সেই সিরিজগুলো ছাড়াও ১০০টির বেশি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ব্রুস।
তবে নতুন খবর তার কাজ নিয়ে নয়, তার শারিরীক অবস্থা নিয়ে। জানা গেছে, ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়াতে আক্রান্ত হয়েছেন এ অভিনেতা।
তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ খবর জানানো হয়েছে। এর আগে গত বছর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিনয় ছেড়ে দিতে পারেন ব্রুস। অ্যাফ্যাসিয়ার কারণে কগনিটিভ কর্মক্ষমতা (কোনো কিছু বুঝতে পারা, ভাবতে পারা, সমস্যার সমাধান করতে পারা) কমে যাচ্ছে অভিনেতার। বৃহস্পতিবার তারাই একটি বিবৃতি প্রকাশ করে জানায় অভিনেতার অসুস্থতার কথা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, কথা বলায় সমস্যা ছাড়া আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্রুসকে। পুরো বিষয়টি খুবই কষ্টকর। শুধু একটি জিনিসই নিশ্চিন্ত করছে। তার কী হয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট।’
‘ডাই হার্ড’ সিনেমাখ্যাত ব্রুস উইলিসের যে রোগ ধরা পড়েছে, এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পরিবারের পক্ষ থেকেও সেই কথা জানানো হয়েছে।