সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর মৃত্যুর মিছিল যেন থামছেই না। এ পর্যন্ত দেশ দু’টিতে ৪৫ হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। কেবল তুরস্কেই ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মৃত্যুর ক্রমশ আলো লম্বা হচ্ছে। এ তালিকায় যুক্ত হলো ঘানার এক ফুটবলারের নাম। ১৩ তিন পর ধ্বংসস্তুপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ফুটবলারের নাম অতসু। তিনি চেলসি, এভারটন, নিউক্যাসল ইউনাইটেডের মতো প্রতিষ্ঠিত ক্লাবে খেলা করেছেন।
শনিবার ধ্বংসস্তুপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর রয়টার্সের। বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট মুরাত উজুনমেহমেত।
মুরাত জানান, ‘অনেক খোঁজাখুজির পর আতসুকে পাওয়া গেছে। তবে, সে আর বেঁচে নেই। সে ভূমিকম্পের আগে নিজের দেশের যাওয়ার কথা আমাকে বলেছিল। তবে, কিছুই হলো না। এক মুহূর্তেই সব শেষ।’
৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলার তুরস্কের যে ভবনে ছিলেন সেটি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ভেঙে পড়ে। দলের বাকি সদস্যদের খোঁজ মিললেও, নিখোঁজ ছিলেন আতসু।