প্রণোদনার সার ও বীজ পেলেন চাটমোহরের ১১শ’ কৃষক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
২২ জুন ২০২৩

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাসায়নিক সার ও বীজ পেয়েছেন পাবনার চাটমোহর উপজেলার ১১শ’ জন কৃষক। বুধবার (২১ জুন) উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে কৃষির এসব উপকরণ বিতরণ করা হয়। খরিপ-২ মৌসুমের (রোপা আমন) জন্য প্রত্যেক কৃষক বিনামূল্যে ৫ কেজি বীজ, সার হিসেবে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পেয়েছেন।

প্রণোদনা কর্মসূচিতে বীজ ও রাসায়নিক সার দেওয়ায় উপজেলায় রোপা আমন আবাদ বৃদ্ধি পাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।

এদিকে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ মো. আব্দুল হামিদ মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, গুনাইগাছা ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।

প্রসঙ্গত, চলতি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে চাটমোহর কৃষি অধিদফতর।


বিডি/সিটি/এমকে/


মন্তব্য
জেলার খবর