নিষেধাজ্ঞা উপেক্ষা করে যানবাহন চলাচল, ভাড়াও বেশি

মানিক হোসেন, রাজশাহী:
২২ জুন ২০২৩

রাজশাহী সিটি করপোরেশ নির্বাচনের ভোট ঘিরে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী মহানগরে চলাচল করছে যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন। শুধু তাই নয়, চালকরা আদায় করছেন বাড়তি ভাড়া। বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে কিছু জায়গায় পুলিশি বাধার মুখে পড়েছে এসব যানবাহন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এ নিষেধাজ্ঞা আরোপ করে। মঙ্গলবার (১৯শে জুন) এক বিজ্ঞপ্তিতে আরএমপির কমিশনার মো. আনিসুর রহমান জানান, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরী এলাকায় ২০ জুন মধ্যরাত থেকে ২১ জুন মধ্যরাত (১২.০০ ঘটিকা) পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ট্রলার, স্পীড বোট, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিক্সাসহ অন্যান্য সব যন্ত্রচালিত যানবাহন যেমন- নসিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

২০ জুন এ সিটিতে নির্বাচন হচ্ছে। এদিনে রাজশাহীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়ায এসব যানবাহন চলাচল করতে দেখা গেছ। বর্ণালী থেকে জিরো পয়েন্টের ভাড়া ৫টাকা। নাইম (২২) নামের এক যাত্রী যাদুঘর মোড় থেকে ইজিবাইকে চড়ে ১০টাকা ভাড়া গুনেছেন বলে জানিয়েছেন। বাবু আহমেদ শিশির নামের একজন বলেন, হেতমখাঁ খা থেকে রেলগেট ৫০টাকা ভাড়া গুনলাম আজ। অথচ ১৫ থেকে ২০টাকায় যাতায়াত করি।

রাজশাহী যুবলীগের এক কর্মী শাহিন বলেন, ভোট কেন্দ্রে একটু ভিড় থাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আচমকা হর্ণ বাজায় হচকচিত হয়ে ওঠেন। বলেন, আরএমপি'র নিষেধাজ্ঞা থাকার পরও যানবাহন চলবে ভাবতেই পারিনি।


জিরো পয়েন্ট থেকে অলোকার মোড়ে যাত্রীবাহী এক ইজিবাইককে পুলিশ সদস্যরা থামিয়ে দেন। তারা ড্রাইভারকে গাড়ির সামনের চাকার বাতাস ছেড়ে দিতে বলেন। এ সময় যাত্রীরা পুলিশকে অনুরোধ করলে পুলিশ অন্য এক রাস্তা দেখিয়ে দেন। রেলগেট থেকে মজিদ নামের একজন বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া যাচ্ছেন। তিনি বলেন, বাপুরে ভোট দিতে এসেছিলাম৷ বাগমারায় আমের বাগান। তাই যেতে হচ্ছে হাট গাঙ্গোপাড়া। তবে মাহিন্দ্রা গাড়িতে ২০টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। আগে ছিল ৮০, আজ ১০০।


বিডি/মানিক/সি/এমকে


মন্তব্য
জেলার খবর