আট বিভাগের বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৩

দেশের আট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এরমধ্যে  ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার বিভাগে।  

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্য জানানো হয়েছে।

 এদিকে  দেশের ১৯ জেলায় নদীবন্দরকে এ সময়ে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কারণ এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগের মধ্যে রংপুরের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের  কিছু জায়গায়  হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও।


পূর্বাভাসে আরও বলা হয়েছে,  রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিডি/এন/এমকে 


মন্তব্য
জেলার খবর