আটঘরিয়ায় ১১শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
২২ জুন ২০২৩

পাবনার আটঘরিয়ায় প্রনোদনা কর্মসুচির আওতায় ১১শ’ কৃষকের মাঝে বিনামুল্যে রোপা আমন ধান বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  খরিপ-/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের এ বীজ রাসায়নিক সার দেওয়া হয়েছে।

আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজন বৃহস্পতিবার(২২ জুন) উপজেলা অডিটোরিয়াম সার বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএইচএম ফখরুল হোসাইন। বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভার এ ১১ শ’ চাষির মাঝে জনপ্রতি কেজি বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

 

বিডি/আফতাব/সি/এমকে


মন্তব্য
জেলার খবর