কয়লা সংকট কেটে যাওয়ায় আবারো চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র- ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। কর্তৃপক্ষের টার্গেট রয়েছে শনিবার মধ্যরাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর, প্রথমে একটি ইউনিট চালু হবে।
ইন্দোনেশিয়ার বালিকপনান থেকে কয়লাবাহী একটি জাহাজ পায়রা বন্দরে আসায় সংকট কেটে গেছে। এর আগে কয়লা সংকটের কারণে চলতি মাসের শুরুতে ১হাজার ৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।
পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে জাহাজটি। বৃহস্পতিবার রাতে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে এটা। এ কয়লা শুক্রবার কিংবা শনিবারের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা রয়েছে।
আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসবে উল্লেখ করে উপ-পরিচালক জানান, এরপর ধাপে ধাপে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ আসবে।
বিডি/এন/এমকে