ডেঙ্গু: একদিনে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৪৬

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৩

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ ডেঙ্গু রোগী।

শুক্রবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  হাসপাতালে ভর্তি ৪৬ জনের মধ্যে ঢাকায় ৩৬ জন আর ঢাকার বাইরে ১০ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে।

 

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে,চলতি বছর এখন পর্যন্ত হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন হাজার ৯১৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪০ জন প্রাণ হারিয়েছেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর