ঈশ্বরগঞ্জে বিনামূল্যে গো-খাদ্য পেলেন ২১০ খামারি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৫ জুন ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদি পশুর খামারিদের মধ্যে ২১০ জনের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রোববার (২৫ জুলাই) সকালে তালিকাভুক্ত এসব খামারিকে গো-খাদ্য বিতরণ করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম।

সুবিধাভোগী প্রত্যেক খামারি ২৫ কেজি গাভীর খাদ্য, ১০ কেজি বাছুরের খাদ্য কেজি ডিসিপি ভিটামিন মিনারেলসহ মোট ৩৯ কেজি গো- খাদ্য পেয়েছন।

উপজেলা প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের উন্নয়নে গো-খাদ্য বিতরণ করা হয়।

গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন, সদস্য সচিব হুমায়ুন কবির, সাংগঠনিক আবদুল্লাহ আল নোমান প্রমূখ।

 

বিডি/হুমায়ুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর