বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমেছে কি-না, ভেবে দেখা উচিত: কাদের

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৩

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি-না, সেটা ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষ্যে রোববার (২৫ ‍জুন) রাজধানী ঢাকার সেতুভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে।

 

ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে এক পদ্মাসেতু ম্লান করে দিয়েছে।  সক্ষমতার প্রতীক এ পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।  পদ্মাসেতু উদ্বোধনের পর গতরাত ১২ টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন চলাচল করেছে। প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে প্রায় কোটি ১৮ লাখ টাকা। টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

 

বিডি/আর/এমকে

 


মন্তব্য
জেলার খবর