দেশে এখন সরকারের কাছে মোট ১৮ লাখ ৬৭ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, মজুত থাকার কথা ১৪ লাখ মেট্রিক টন। রোববার (২৫ জুন) রাজধানী ঢাকায় সচিবালয়ে তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রীর জানান, এখন পর্যন্ত ১৪ লাখ ৮২ হাজার ৭১১ লাখ মেট্রিক টন চাল, ৩ লাখ ১৭ হাজার ৮৮৬ মেট্রিক টন গম আর ১ লাখ ৩ হাজার ৯৩ মেট্রিক টন ধান মজুত আছে।
এ বছর বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় সাড়ে ১২ লাখ মেট্রিক টন। ইতোমধ্যে সংগ্রহ হয়েছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ মেট্রিক টন, বিপরীতে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সংগ্রহ হয়েছে। সংগৃহিত চাল ওএমএস কার্যক্রমের মাধ্যমে সরকার বিতরণ করবে বলেও জানান মন্ত্রী টিপু মুনশি।
বিডি/এন/এমকে