সংসদে অর্থমন্ত্রী- ফাইল ছবি
চলতি অর্থবছরের (২০২২-২৩) ১১ মাসে (জুলাই-মে) দেশে ১ হাজার ৯৪৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে সঙ্গে তুলনা করলে ১ দশমিক ১ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে এ ১১ মাসে।
রেমিট্যান্স সংক্রান্ত এ তথ্য রোববার (২৫ জুন) জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স আহরণকারী শীর্ষ ১০টি নাম প্রকাশ করেন সংসদে। জানান, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, ৪ হাজার ৫৪২ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৪৩৮ দশমিক ৪ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৭১ দশমিক ৯ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ২ হাজার ৩৯ দশমিক ২ মিলিয়ন ডলার, কুয়েত থেকে ১ হাজার ৬৮৯ দশমিক ৬ মিলিয়ন ডলার, কাতার থেকে ১ হাজার ৩৪৬ দশমিক ৫ মিলিয়ন ডলার,ইতালি থেকে ১ হাজার ৫৪ দশমিক ২ মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ১ হাজার ২১ দশমিক ৯ মিলিয়ন ডলার, ওমান থেকে ৮৯৭ দশমিক ৪ মিলিয়ন ডলার, বাহরাইন থেকে ৫ শ ৬৬ দশমিক ৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
বিডি/এন/এমকে