১৯৪৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ১১ মাসে

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৩

সংসদে অর্থমন্ত্রী- ফাইল ছবি

চলতি অর্থবছরের (২০২২-২৩) ১১ মাসে (জুলাই-মে) দেশে ১ হাজার ৯৪৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে সঙ্গে তুলনা করলে ১ দশমিক শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে এ ১১ মাসে।

রেমিট্যান্স সংক্রান্ত এ তথ্য রোববার (২৫ জুন) জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। স্পিকার . শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স আহরণকারী শীর্ষ ১০টি নাম প্রকাশ করেন সংসদে। জানান,  সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, হাজার ৫৪২ মিলিয়ন ডলার।  যুক্তরাষ্ট্র থেকে হাজার ৪৩৮ দশমিক মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে হাজার ৭১ দশমিক মিলিয়ন ডলার, যুক্তরাজ্য হাজার ৩৯ দশমিক মিলিয়ন ডলার, কুয়েত থেকে হাজার ৬৮৯ দশমিক মিলিয়ন ডলার, কাতার থেকে হাজার ৩৪৬ দশমিক মিলিয়ন ডলার,ইতালি থেকে হাজার ৫৪ দশমিক মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে হাজার ২১ দশমিক মিলিয়ন ডলার, ওমান থেকে ৮৯৭ দশমিক মিলিয়ন ডলার, বাহরাইন থেকে ৬৬ দশমিক মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। 

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর