সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে মানুষের। মুদ্রাস্ফীতিতে কষ্টে আছেন দেশের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। আপৎকালীনের জন্য মূল বেতনের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে পাবেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদে। জাতীয় সংসদের চলমান অধিবেশনে রোববার (২৫ জুন) আগামী অর্থবছরের (২০২৩-২০২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে এ ঘোষণা দেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এ আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন। তাদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে দেবো আমরা।
মূল্যস্ফীতির বিষয় নিয়ে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, মূল্যস্ফীতির চাপ এবং করোনা পরবর্তী চাহিদা বৃদ্ধিতে ২০২১-২০২২ অর্থবছরে আমদানি বেড়েছে। এটা দেশের বাণিজ্য ভারসাম্যের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেছে। রিজার্ভ ২০২২ সালের আগস্টে সর্বকালের সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছালেও পরবর্তীতে এ চাপ সামলাতে গিয়ে হ্রাস পেতে শুরু করে।
সংসদ নেতা আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার শুরু করে। এতে রিজার্ভের ক্রমহ্রাসমান হার বেড়ে যায়। তবে বর্তমানে যথেষ্ট পরিমাণে রিজার্ভ আছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে