মন্তব্য
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে
হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় শিরোপা নির্ধারণী
ম্যাচে মাঠে নামে দু’দল।
শিরোপা জেতার এ লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল।
এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচে চলতি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের
সাথে ড্র করেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে ফাইনালে পারল না নেইমাররা। বিশ্বকাপের মতো
শেষ হাসিটা মেসিরাই হাসল।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও
ব্রাজিল। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর ও পেরু।
আরআই