ওয়াগনার সরে যেতেই একদিনে ২শ’ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

Rabiul Islam
২৬ জুন ২০২৩

রাশিয়ার হয়ে ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধ করছিল ওয়াগনার গ্রুপ। ওয়াগনার বেসরকারি সামরিক বাহিনী। তারা বিভিন্ন দেশের হয়ে বিভিন্ন সময়ে যুদ্ধ করেছে। সম্প্রতি রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী। শুক্রবার মস্কো অভিমুখে যাত্রাও শুরু করেছিল। তবে তারা আবার ফেরত আসছে বলে জানা যাচ্ছে।

 

এ সুযো গে রাশিয়ার ২০০ সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করছে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র সের্হি চেরেভাতি এসব দাবি করেন।

 

ইউক্রেনীয় বাহিনীকে দমন করতে রাশিয়া সেখানে একদিনেই ২৫ বার বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ভলোদিমির জেলেনস্কির দেশ।

 

এছাড়াও খারকিভের কুপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে।

 

সিএনএন/আরআই

 


মন্তব্য
জেলার খবর