হাফেজের লাশ উদ্ধার

১৬ জানুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে পবিত্র কোরআনের হাফেজ ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মোহাম্মদ আলী (৪০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) হরিপুর ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাবার নাম মিজান মুসুল্লী।

নিজের বসতঘরের ডাবে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের সদস্যদের। পারিবারিক কলহের কারণে এ পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তারা। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একজন হাফেজের ‘আত্মহত্যা’ করার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর