দীঘিকে নিয়ে অভিনব প্রচারণা!

০৮ মার্চ ২০২১

জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে অভিনব প্রচারে নেমেছে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় প্রযোজক সিমি ইসলাম কলি।

নিজের ফেসবুকে দীঘির নিয়ে একটি পোস্টার শেয়ার করেছেন। যাতে এক পাশে দীঘির ছবি এবং অন্যপাশে লেখা, ইউর এটেনশন প্লিজ। আমি আপনাদের সেই ছোট্ট দীঘি। কী? মনে পড়েছে? নো প্রবলেম মনে করিয়ে দিচ্ছি। ময়না পাখির ডাক-চাচ্চু-দাদীমা-এক টাকার বউ-৫ টাকার প্রেম। জী হ্যাঁ। আমি সেই ছোট্ট দীঘি এখন নায়িকা হয়ে সিনেমার পর্দায় আসছি।’

পোস্টের ক্যাপশনে সিমি লিখেছেন, ‘খারাপ মন্তব্য করার আগে ভালোটা দেখুন। অন্তত একবার চিন্তা করবেন আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে উপভোগ করবেন।’


মন্তব্য