ভারতে দুই বাসের সংঘর্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের
৭ জন রয়েছেন। রোববার দেশটির উড়িষ্যা রাজ্যে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া আহত হয়েছেন আরো ৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস বোঝাই করে রাজ্যটির বেরহামপুরের কাছাকাছি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন
বরযাত্রীরা। রাতে বিয়ে শেষে ফেরার পথে যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। বেরহামপুর-তপ্তপানি
রোডের উপরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ১২ জন মারা যান। তাদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।
এছাড়াও বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে তারা চিকিৎসাধীন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা করছে কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যম টুইটে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লাখ
টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সাথে আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার
টাকা বরাদ্দও করেছে স্পেশাল রিলিফ কমিশন।
আরআই