ইউক্রেনের ১৭ হাজার সেনাকে প্রশিক্ষণ দিল ব্রিটেন

Rabiul Islam
২৬ জুন ২০২৩

রুশ আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে রক্ষার জন্য ১৭ হাজারেরও বেশি ইউক্রেন সেনা সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো। এসব সেনা সদস্য নতুন করে নিয়োগ পেয়েছেন। সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়টি জানিয়েছে, বিভিন্ন স্তরের নিয়োগপ্রাপ্তদের সকলেই পাঁচ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা তাদেরকে বেসামরিক থেকে সৈন্যে রূপান্তর করেছে। এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

গত বছরের জুনে ব্রিটেন ও নয়টি অংশীদার দেশ  কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন,  ডেনমার্ক, লিথুনিয়া ও নেদারল্যান্ডস  ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ নেয়। এর নাম দেয় অপারেশন ইন্টারফ্লেক্স।

 

এ কর্মসূচিতে নিয়োগপ্রাপ্তদের অস্ত্র পরিচালনা, যুদ্ধক্ষেত্রের প্রাথমিক চিকিৎসা ও টহল কৌশলসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এ বিষয়ে বলেছেন, “যতদিন পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার  সহায়তার প্রয়োজন পড়বে, ততদিন যুক্তরাজ্য ও আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এ সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

 

আরআই

 

 


মন্তব্য
জেলার খবর