পাকিস্তানে বজ্রপাতে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো জন আহত
হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা
ঘটে। সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো
হয়েছে।
পাঞ্জাব প্রদেশের শেখুপুরা ও নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে
জানিয়েছে রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২।
সংস্থাটি জানায়, বজ্রপাতে আহত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রদেশ জুড়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে
নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশটির জলবায়ু পরবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান রোববার এক টুইট বার্তায়
বলেছেন, দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ সময়ে পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
রয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে সতর্ক
করে তিনি বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে
‘সংশ্লিষ্ট সকল ও স্থানীয় প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
তার এ নির্দেশনার পর ওই অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। সবাই যার যার স্থান থেকে
সাবধান থাকার চেষ্টা করছেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সাধারণ মানুষ
কেবল সতর্ক করতেই তিনি এ নির্দেশনা দিয়েছেন।
আরআই