স্ত্রীর পরকীয়া, প্রেমিকের গলা কেটে রক্ত পান স্বামীর

Rabiul Islam
২৬ জুন ২০২৩

যুবকের প্রেমে মজেছিলেন স্ত্রী। স্বামী এর প্রতিশোধ এমনভাবে নিলেন যে বিশ্ববাসী তাজ্জব! ওই যুবকের গলা কেটে রক্ত পান করলেন স্বামী। শুধু তা-ই নয়, বন্ধুকে দিয়ে নৃশংস ওই ঘটনার ভিডিও করে রাখলেন ক্ষুব্ধ ওই ব্যক্তি।

প্রেম অতি প্রাচীন একটি শব্দ। তবে সবসময় নতুন। প্রাণবন্ত। নির্জীব জীবনে সজীবতা আনে প্রেম। জীবনকে সাজিয়ে তুলতে প্রেমের তুলনা মেলা ভার। তবে অসুস্থ প্রেম জীবনকে নিমিষে শেষ করে দেয়। প্রেমের লালসায় অন্ধ হয়ে যায় মানুষ। হারিয়ে ফেলে বিবেক-বুদ্ধি। সে পরিস্থিতিতে মানুষ এমন সব কাজ করে ফেলে, যা মানুষের কল্পণারও অতীত।

 

তেমনই একটি ঘটনা স্বাক্ষী হয়েছে বিশ্ববাসী। ভারতের কর্নাটকের চিকবল্লাপুরা জেলায় ঘটেছে ঘটনাটি। যুবকের প্রেমে মজেছিলেন স্ত্রী। স্বামী এর প্রতিশোধ এমনভাবে নিলেন যে বিশ্ববাসী তাজ্জব! ওই যুবকের গলা কেটে রক্ত পান করলেন স্বামী। শুধু তা-ই নয়, বন্ধুকে দিয়ে নৃশংস ওই ঘটনার ভিডিও তুলে রাখলেন ক্ষুব্ধ ওই ব্যক্তি। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি।

 

এরপর নড়েচড়ে বসে দেশটির পুলিশ। ইতোমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই যুবক।  

 

পুলিশের জানিয়েছে, কর্নাটকের চিকবল্লাপুরা জেলার চিন্তামণি তালুকে বিজয় নামের এক ব্যক্তি মরেশ নামের ব্যক্তির গলার একাংশ কেটে ফেলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। তার উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত খেতে দেখা যায় বিজয় নামের ওই ব্যক্তিকে। যদিও ওই ভিডিও’র সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর