জাতীয় বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩

ফাইল ছবি

পাস হওয়া বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পাস হয়েছে জাতীয় সংসদে। পাস হওয়া বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সোমবার (২৬ জুন) পাসের আগে প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে আলোচনা হয় প্রায় এক মাস। প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় কাটছাঁট শেষে সোমবার জাতীয় সংসদে বাজেটটি পাসের (নির্দিষ্টকরণ বিল) প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় কণ্ঠভোটে পাস হয়ে যায় বাজেটটি। তবে বিরোধীদের দেওয়া ছাটাই প্রস্তাবগুলো ভোটে নাকচ হয়। এর আগে ১ জুন ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ প্রতিপাদ্য সম্বলিত এ বাজেট সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী এ বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি ব্যয় ধরা হয়েছে । বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জিডিপি হার ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, টাকার অঙ্কে পরিমাণ ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের কথা রয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর