ঈদের ছুটি শুরু হচ্ছে ২৭ জুন, ছুটি পাঁচ দিন

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩

মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। প্রধানমন্ত্রী তাঁর নির্বাহী আদেশে একদিন সাধারণ ছুটি ঘোষণা করায় এবার ঈদ ও সাপ্তাহিক মিলে ৫দিন ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা। সরকারি সব অফিসের পাশাপাশি এ ৫ দিন  ব্যাংকসহ অন্যান্য আর্থিক লেনদনকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী জুলাই কর্মক্ষেত্রে ফিরবেন সরকারি চাকুরেরা।

জানা গেছে, ২০২৩ সালের সরকারি ছুটির পঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ২৮ থেকে ৩০ জুন। কিন্তু সরকার এ ছুটি একদিন বাড়িয়ে দেয়। ফলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি। পরদিন জুলাই শনিবার হওয়ায় সেদিন সাপ্তাহিক ছুটি।

গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের সুবিধার্থে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন। ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে, এদিনে সবাই একসঙ্গে রওনা দেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে একদিন বাড়তি ছুটি দেওয়ায় ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক ছিল।

বিডি/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর