একদফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই: মির্জা ফখরুল

একদফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩

সরকার পতনেরএকদফাআন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে এটাও বলেছেন, সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে।

 

সোমবার (২৬ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা জানান। রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল।

 

‘আমরা আন্দোলনে, মূলত একদফার আন্দোলনেই আছি। এটা আনুষ্ঠানিকভাবে আসবে, খুব শিগগিরই দেখতে পারবেন।বলেন, মির্জা ফখরুল। জানান, ঈদের পরে আন্দোলন আরও জোরদার, আরও বেগবান হবে। আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন আরও বেগবান করবো।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিষয়টি নিয়ে এসেছি। সংশোধনীর ওপর আলোচনা করছি। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে বলে আশা করছি।

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের উচিত একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা। তবে তার আগে পদত্যাগ করা উচিত বলে জানান বিএনপি মহাসচিব।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর