ঈদুল আজহা ঘিরে দেশে জোয়ারের মতো আসছে রেমিট্যান্স। পরিবারসহ স্বজনদের ঈদের বাড়তি খরচ জোগাতে প্রতিমাসে পাঠানো নির্ধারিত অর্থের সঙ্গে বাড়তি অর্থ দেশে পাঠাচ্ছেন তারা।
গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি জুন মাসে। এ মাসের প্রথম ২৩ দিনে ১৭৯ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের পরিমাণ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে । আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ধারায় ফিরছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল রোববার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।
ওদিকে রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গেল মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। এর আগের মাস এপ্রিলে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৮ কোটি ডলার। অথচ এক সপ্তাহ বাকি থাকতেই মে মাসের তুলনায় চলতি জুন মাসে ১০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
পরিবারের সদস্যদের ঈদের বাড়তি খরচ জোগাতে সাধারণত ঈদের আগে বিপুল পরিমাণ নিজেদের আয় দেশে পাঠিয়ে থাকেন প্রবাসীরা। তবে এর ব্যতিক্রম দেখা গেছে গেল ঈদুল ফিতরে। এবার ঈদুল ফিতর উদযাপনের মাস এপ্রিলেও খুব বেশি আসেনি রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের ২৩ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সর্বোচ্চ ডলার এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। অঙ্কে এর পরিমাণ ২৯ কোটি ১০ লাখ ডলার। এরপর এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে। তৃতীয় সর্বোচ্চ পরিমাণ ডলার ১১ কোটি ৪০ লাখ এসেছে বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে।
বিডি/ই/এমকে