অনলাইনে গরু কিনবেন রিয়াজ

Srabni
২৭ জুন ২০২৩

‘অনলাইনে খুব সহজেই পছন্দের গরু ক্রয় করা যায়। এর মধ্যে কয়েকটা গরু দেখেছি অনলাইনে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাটগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারাও কিনছেন কোরবানির পশু।

 

জানা গেছে, সময় বাঁচাতে ও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে এবার অনলাইনে গরু কিনছেন চিত্রনায়ক রিয়াজ।

 

এ ব্যপারে রিয়াজ বলেন, এখন তো খুব সহজ হয়ে গেছে। আগের মতো কষ্ট করতে হয় না। খুব সহজেই পছন্দের গরু ক্রয় করা যায়। এর মধ্যে কয়েকটা গরু দেখেছি অনলাইনে।

 

এসময় অভিনেতা আরও বলেন, ঈদের পর বেশ কয়েকটা কাজ শুরু হবে। সেগুলো করবো।


মন্তব্য
জেলার খবর