আগুনে পুড়লো ১৩ পরিবারের ২২ ঘর

০৮ মার্চ ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড় সদর উপজেলায় অগ্নিকান্ডে ১৩ পরিবারের ফসল ও নগদ টাকাসহ ২২টি ঘর পুড়ে গেছে। সোমবার (৮ মার্চ) বিকালে সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিরঞ্জন সরকার।

সাতমেরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ  নিরূপণ করা যাবে। উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন বলেন, পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করেছি। আগামীকাল তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

এএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর