আন্দোলনের অনেক হুমকি-ধমকি জনগণ দেখেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৩

null

ঈদের পর, বর্ষার পর, পরীক্ষার পর বিএনপির আন্দোলনের অনেক হুমকি-ধমকি জনগণ দেখেছে বলে জানিয়েছেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তাদের আন্দোলনের হুমকি-ধমকি আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া কিছু নয়। তাদের কাল্পনিক গণঅভ্যুত্থান সৃষ্টির আহবান জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (২৭ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে বিএনপিরঅল-আউটআন্দোলন প্রসঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘোষিত আন্দোলনের নামে তথাকথিত যৌথ ঘোষণা অল-আউট আন্দোলনজনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু না। তাদের গণঅভ্যুত্থান আন্দোলন হচ্ছে আগুন সন্ত্রাস অরাজকতা সৃষ্টির পাঁয়তারাসহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করা।

আগামীতে তথাকথিত অভ্যুত্থান সৃষ্টির নামে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার অপরাজনীতির চেষ্টা করলে জনগণ সেটা প্রতিহত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয় বারবার জনগণ প্রত্যাখ্যাত বিএনপি বরাবরের মতোই ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো প্রকার হত্যা-ক্যু ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এ দেশের জনগণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা অব্যাহত রেখেছে। দেশের ভোটাররা ঠিক করবে- কে ক্ষমতায় আসবে, কে আসবে না, যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর