যাত্রীরা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৩

কোরবানির ঈদযাত্রায় দূরপাল্লার গাড়িতে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেছেন, যাত্রীরা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কারো হয়রানির শিকার হওয়ার খবর জানতে পারলে আমরা ব্যবস্থা নেব।

মঙ্গলবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় ভাড়া প্রসঙ্গে এসব কথা বলেন। রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার।

 

ঈদযাত্রায় ভাড়া প্রসঙ্গে ডিএমপি কমিশনারও আরো বলেন, শর্ট রুটে দু-একটা গাড়ি বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়কের পরিস্থিতি সম্পর্কে কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাস্তার পরিস্থিতি ভালো। চাপ নেই।

 

বিডি/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর