null
ঈদুল আজহা ঘিরে এবার ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টি- এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান শুরু করেছে। ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে অভিযানে আটক এ ধরণের পেশাদার অপরাধীর জামিন যেন না হয়, সে ব্যাপারে চেষ্টা করবে ডিএমপি।
মঙ্গলবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার জানান, এ অভিযানে ইতোমধ্যে ৬০০ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে টহল পুলিশ থাকবে সার্বক্ষণিক, সিসি ক্যামেরা থাকবে, ডিবি পুলিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে। পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। তারপরও যারা বাড়ি যাচ্ছেন, তাদের মালামাল বিশেষ করে স্বর্ণ বা নগদ টাকা কারো কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
গত ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে ডিএমপি এবারো পূর্ণ নিরাপত্তা দিতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশনার ফারুক।
বিডি/এন/এমকে