পথে ঘরমুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৩

রাজধানী থেকে ঘরে ফিরছে মানুষ।- সংগৃহিত

সরকারি ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি এবারের কোরবানির ঈদে (ঈদুল আজহা)। ২৭ জুন থেকে সরকারি এ ছুটি শুরু হয়েছে। ছুটি শুরুর আগের দিন বিকালের পর থেকেই ঘরমুখী মানুষের ঢল দেখা গেছে পথে। তবে ছুটি শুরুর দিনে সেটা সেই ঢলে ছিল স্রোত। বাস,ট্রেন আর নৌ- সব পথের মফস্বলমুখী যানবাহনেই আসন ফাঁকা ছিল না, যাত্রী টুইটুম্বুর। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পথে, যানবাহনে যাত্রী আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২৯ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সাধারণত ঈদে সরকারি ছুটি তিন দিন থাকে। কিন্তু গেল ঈদুল ফিতরের মতো এবারও যেন মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারে, সে জন্য সরকার এ ছুটি শুরুর আগের দিন সাধারণ ছুটি ঘোষণা করে। আর ঈদের ছুটি শেষ হওয়ার পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। তাই সবমিলিয়ে ছুটি ৫ দিন। আগামী জুলাই সরকারি অফিস আদালত খুলবে আবার। সাধারণ ছুটি ঘোষণার দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, গেল ঈদের একদিন সাধারণ ছুটি ঘোষণা করায় ট্রাফিক ব্যবস্থা ঠিক ছিল।

এদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় কর্মের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকাও ফাঁকা হচ্ছে। যদিও ঈদ উপলক্ষে কত লোক ঢাকা ছেড়ে যাচ্ছে, তার কোনো পরিসংখ্যান নেই।তারপরও মনে করা হচ্ছে ঢাকা থেকে অর্ধেকের বেশি মানুষ গ্রামে চলে যাচ্ছে। রাজধানী থেকে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় রাত-দিন সমান তালে ঢাকা ছাড়ছে মানুষ। তবে কিছু মানুষ পথে ভোগান্তি এড়াতে ছুটি শুরুর আগেই পরিবার নিয়ে বাড়ি ফিরেছেন, অনেকে পরিবারের লোকজনকে পাঠিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানী থেকে দুরপাল্লার বাস ছেড়ে যাওয়ার বাসট্যান্ডগুলোর মধ্যে গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষে বেশ ভিড় দেখা গেছে। পনেরো মিনিট এবং আধাঘণ্টা পরপর বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে। তবে গরুর হাট এবং ভাসমান গরু-ছাগলের হাটের কারণে ঢাকা থেকে মূল সড়কে যেতে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনকে। ফ্লাইওভারেও যানজট লেগে আছে। তাছাড়া বাস কোন কারণে সড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান করলেই যানজট শুরু হচ্ছে। ফলে নির্ধারিত জায়গায় বাস আসতে এবং ঢাকার বাইরে যেতে সিডিউলের হেরফের হচ্ছে।


ওদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের ভিড় দেখা গেছে। কমলাপুর রেলস্টেশনেও মানুষের স্রোত ছিল। পথে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 


মন্তব্য
জেলার খবর