নিজস্ব ভবনে চলবে চাটমোহর ব্যবসায়ী সমিতির কার্যক্রম

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৮ জুন ২০২৩

ছবি- সংগৃহিত

পাবনার চাটমোহর সদরের ব্যবসায়ীদের সংগঠন- চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষে হলে এখান থেকেই পরিচালিত হবে সমিতির যাবতীয় কার্যক্রম। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ভাড়া ভবনে চলছে তাদের কার্যক্রম।

বুধবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। ভবনটির নামকরণ করা হয়েছে কৃষ্ণদাস কুন্ডু ভবন।

আফ্রাতপাড়া এলাকায় নিজস্ব ভবন নির্মাণের জন্য ২ শতক জায়গা দান করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কমল কৃষ্ণ কুন্ডু। গত ৯ সেপ্টেম্বর সেই জায়গা বুঝে দেওয়া হয় ব্যবসায়ী সমিতিকে।  

এদিকে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক  জিয়ারুল হক সিন্টু, কাউন্সিলর কামরুল হাসান পিন্ট, মহিলা কাউন্সিলর  পিয়ানুর বিশ্বাস, সাংবাদিক ও সাধারণ ব্যবসায়ীরা।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর