সীমান্তে কঠোর নজরদারি

বাংলাদেশ২৪ অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২৩

পার্শ্ববর্তী দেশ ভারতে পশুর চামড়ার মূল্য অপেক্ষাকৃত বেশি। তাই এবার ঈদুল আজহায় দেশে কুরবানি হওয়া পশুর চামড়ার পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ শুরু করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। রয়েছৈ নানা সতর্কতামুলক ব্যবস্থা।

এদিকে বিজিবির কঠোর নজরদারি ও সতর্কতার কারণে ভারতীয় গরুও ঢুকতে পারেনি দেশে। ফলে এবারের ঈদে দেশীয় গরুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

ওদিকে ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ চামড়ার অসাধু ব্যবসায়ীদের রুখতে প্রশাসন নজরদারি রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সঙ্গে ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট বিষয়ে হুঁশিয়ার করে বলেছেন, কুরবানির পশুর চামড়ার দাম  নির্ধারণ করে দেওয়ার পরও ট্যানারি মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে মৌসুমী ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়াই রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। বুধবার রংপুরে সাংবাদিকদের বিষয়টি জানান।

প্রাপ্ত তথ্য বলছে, দেশের সীমান্ত এলাকা লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জ, ব্রাম্মণবাড়িয়া, ফেনী ও কক্সবাজার দিয়ে চামড়া পাচার হওয়ার আশঙ্কা থাকে। তাই এ সব এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবির সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলো।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর