কোন ক্রিকেটার কোথায় ঈদ করছেন?

Rabiul Islam
২৮ জুন ২০২৩

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। উৎসবের সময়টুকু প্রিয় মানুষের সাথে কাটাতে পছন্দ করেন সাধারণ মানুষ। সে তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। ঈদ উপলক্ষ্যে ছুটি পেয়েছেন তারা।

 

তবে আফানিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় বেশি ছুটি পাবেন না তারা। অল্প দিনের জন্য হলেও ঈদযাপন করতে গ্রামে ছুটে গেছেন অনেক ক্রিকেটার। আবার অনেকে ঢাকাতেই ঈদ পালন করবেন। আসুন জেনে নেওয়া যাক কোন ক্রিকেটার কোথায় ঈদ পালন করছেন।

 

প্রথমেই সাকিব আল হাসান। সাকিব নিজ গ্রামেই ঈদ পালন করবেন পরিবারের সাথে। ঈদুল ফিতরও পরিবারের সাথে মাগুরাতে কাটিয়েছেন। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় হাতে চোট পান। এ জন্য আফগানিস্তানের বিপক্ষে ছিলেন না দলে। এখন অবশ্য পুরোপুরি সুস্থ তিনি। ঈদের পরই দলের সাথে যোগ দেবেন।

 

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল পরিবারের সাথে চট্টগ্রামে ঈদ করবেন। ওয়ানডে ক্যাপ্টেন ছেলের অসুস্থততার কারণে গত ঈদ পরিবারের সাথে চট্টগ্রামে করতে পারেননি।

 

লিটল মাস্টার মুশফিকুর রহিম প্রায় সব ঈদই পরিবারের সাথে বগুড়ায় পালন করেন। বাবা-মায়ের সাথে সপরিবারে ঈদ করতে পছন্দ করেন মিস্টার ডিপেন্ডেবল। এবারও তার ব্যতিক্রম হবে না। কুরবানির গরুও কিনে ফেলেছেন তিনি।

 

আত্মবিশ্বাসী হাসোজ্জল মেহেদি হাসান মিরাজও ঈদের সময় গ্রামে ছুটে যান। এবারও ব্যতিক্রম হয়নি। পরিবারের সাথে ঈদ করতে খুলনায় মিরাজ। ঈদ শেষে সবার মতো বেশি ছুটি পাবেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েনি্ট সিরিজ আসন্ন। তাই ঈদের ছুটি শেষ হলেই দ্রুত ক্যাম্পে যোগ দেবেন।

 

দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ঈদের ছুটিতে যাচ্ছেন না গ্রামে। তাসকিনের পরিবার ঢাকাতেই। পরিবারের সাতে ঢাকাতেই ঈদ উদযাপন করবেন তিনি। চোটের কারণে টেস্টে  আফাগানিস্তানের বিপক্ষে ছিলেন না দলে। বর্তমানে সুস্থ হয়ে উঠেছে। অপেক্ষায় রয়েছেন দলে ফেরার। বল হাতে বেশ ছন্দে তিনি। আফগানিস্তানের বিপক্ষে দারুণ করবেন বলে আশা করা যাচ্ছে।

 

ডানহাতি পেসার তাসকিন আহমেদ বরাবরের মতো পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। চোটের কারণে আয়ারল্যান্ড সিরিজের দলে না থাকলেও আফগানিস্তানে বিপক্ষে একমাত্র টেস্টের দলে ছিলেন এই ডানহাতি ক্রিকেটার। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন এই পেসার।

 

এছাড়া রুবেল হোসেন , নাসুম ও খালেদ নিজ নিজ গ্রামে পরিবারের সাথে ঈদ করছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর