জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস
বাংলাদেশ পুরুষ দলকে সাফ ফুটবল টুর্নামেন্টে পাঠানোই হচ্ছিল না। অথচ ১৪
বছরে যা পারেনি তাই করে দেখাল লাল-সবুজের ছেলেরা। ভুটানকে ৩-১ গোলের বিশাল ব্যবধানে
হারিয়ে সাফের সেমিইনালে উঠল জামাল ভূইয়ারা। ২০০৯ সালে সর্বশেস সেমিতে উঠেছিল তারা।
এদিন ভুটানের জালে বল জড়ান শেখ মোরসালিন ও রাকিব হোসেন। আর অন্য গোলটি আত্মঘাতী।
বিপরীতে ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন তিসেন্দা দর্জি।
সেমিতে ওঠার লড়াই ভুটানের বিপক্ষে খেলতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। মালদ্বীপ
ম্যাচের পুনরাবৃত্তির আশঙ্কা করছিল দর্শকরা। তবে সে আশঙ্কা উড়িয়ে জয় নিশ্চিত করে ছেলেরা।
৩৬ মিনিটের মাঝেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধ এভাবেই শেষ হয়। পরে অর্ধেও
নিজেদের প্রমাণ করতে পারেনি ভুটান। কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে দুর্দান্ত জয়
নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরআই