ঈদ উদযাপন হচ্ছে সারা দেশে

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৩

আজ ১০ জিলহজ্ব, পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহের অন্যতম ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোটা দেশে উদযাপন হচ্ছে  ঈদুল আজহা।

ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহ্- এর সন্তুষ্টির জন্য ও অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করা হয় এদিনে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়েছেন।

এবার রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৭টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত হবে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে সকাল পৌনে ১১টার মধ্যে জামাতগুলো হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম সর্বশেষ জামাত হবে সকাল পৌনে ১১টায়।  কিশোরগঞ্জের শত বছরের ঐতিহ্য, ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাত হবে সকাল ৯টায়। তাছাড়া সারাদেশে বিভিন্ন ঈদগাহে ও মসজিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে ঈদের জামাত হবে।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টা থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় হবে।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদুল আজহার দিনসহ এর আগে-পরের একদিন সরকারি ছুটি। তবে এবার আরও একদিন সাধারণ ছুটি ও পরের দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি ৫দিন।

প্রসঙ্গত, প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি লাভের জন্য নিজের সন্তান হজরত ইসমাইল (.)’কে কোরবানি করার উদ্যোগ নেন হজরত ইবরাহীম (.) কিন্তু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র কুদরতে হজরত ইসমাইল (.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হজরত ইবরাহীম (.)-এর এ ত্যাগে স্মরণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ঈদুল আজহার দিনে পশু কোরবানি করেন। এদিনে দিতে পশু কোরবানি করতে অসমর্থ হলে পরবর্তী দিন পশু কোরবানি করার বিধান রয়েছে ইসলাম ধর্মে।  

 

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর